করোনায় বিশ্বে ৫ লাখ ২৯ হাজার প্রাণহানী |
![]() বাংলাদেশ সময় শনিবার সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ৯০ হাজার ৬৮০ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৭ হাজার ৯১১ জন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গতদিনে ৫৫ হাজার আক্রান্ত নিয়ে একদিনে কোনো দেশে আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটিতে আক্রান্ত ২৮ লাখ ছাড়িয়ে গেছে। এক লাখ ২৯ হাজার মৃত্যু নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে ভাইরাসটির সংক্রমণ বাড়ছেই। রয়টার্সের করা হিসাব অনুযায়ী, বিশ্বের মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের মধ্যে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে যথাক্রমে তা ১২ এবং ৯ শতাংশ। কিছু কিছু দেশ করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দিয়েছে। অনেকে দেশে তাই সঠিক সংক্রমণের হিসাব পাওয়া যাচ্ছে না। তবে আশার খবর মোট আক্রান্তের প্রায় অর্ধেকই এখন সুস্থ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রতি বছর মারাত্মক রোগে ইনফ্লুয়েঞ্জার চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন দ্বিগুণ। তবে এ সত্ত্বেও ভাইরাসটি ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে এমন অনেক দেশ করোনার বিস্তার রোধে জারি করা লকডাউন শিথিল করতে শুরু করেছে। এছাড়া আরও অনেক দেশ দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির মতো সংকটে পড়ে ফের আংশিকভাবে লকডাউন সংক্রান্ত পুনর্বহাল করেছে। এই অবস্থা শুধু চলতি বছর নয় ২০২১ সালে আরও অনেক দেশে চলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। -এমএ |