For English Version
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
হোম

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

Published : Thursday, 2 July, 2020 at 5:20 PM Count : 356

সাভারে ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা আটটি গরু এবং তিনটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের (ওসি) আবুল বাশার। এর আগে বুধবার রাতে গাজীপুর, কালিয়াকৈর ও নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সদস্যদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার সদর উপজেলার পশ্চিম বেলানগর এলাকার মৃত টুকু মিয়ার ছেলে মো. রুবেল (২৭), একই জেলার শিবপুর থানার ইসুফনগর এলাকার তাইজুল ইসলামের ছেলে টিপু শিকদার (২৮), উত্তর সাদারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৩৫), নোয়াদিয়া এলাকার মৃত আবু মৃধার ছেলে মো. মিলন (৬০), মৈসাদি মাইকপাড়া এলাকার ইসহাক মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), নরসিংদীর বেলাবো থানার পশ্চিম করাটিয়া এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে মোমেন মিয়া (২৮), ময়মনসিংহের গৌরীপুর থানার চুরালী এলাকার মৃত কিতাব আলীর ছেলে শামিম মিয়া (২৮), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উত্তরহাসা এলাকার মৃত হেলু মিয়ার ছেলে মো. শাজাহান (৩০)। এরা গাজীপুরের বিভিন্ন স্থানে ভাড়া থেকে ডাকাতি করে আসছিলো

ডিবি পুলিশ জানায়, গত ১৬ জুন সাভারের ভাকুর্তা এলাকার আব্দুস সালামের খামারের গ্রিল কেটে এবং নৈশ প্রহরীকে বেঁধে রেখে ৮টি গরু ডাকাতি করে নিয়ে যায় আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য। এঘটনায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজিজ ও জহুরুল ইসলামসহ একটি টিম অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেন। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মিনি পিকআপ ও ডাকাতি হওয়া আটটি গরু উদ্ধার করেন।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, ‘কোন বড় ধরনের ডাকাতি করার সময় গাজীপুরের মাসুদ গ্রুপ ও কিশোরগঞ্জের সবুজ গ্রুপ যৌথভাবে ডাকাতি করে। আমরা মাসুদ গ্রুপের ৮ ডাকাতকে আটক করেছি। সবুজ গ্রুপের সদস্যদের আটকের চেষ্টা চলছে।

ওএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft