For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সস্ত্রীক করোনায় আক্রান্ত তেঁতুলিয়া মডেল থানার ওসি

Published : Thursday, 2 July, 2020 at 4:23 PM Count : 437

পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার স্ত্রীসহ ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার রাতে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

আক্রান্তদের মধ্যে দু'জন সদর উপজেলার ও দুইজন তেঁতুলিয়া উপজেলার। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।

তেঁতুলিয়া উপজেলার আক্রান্তরা হলেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (৪৮) ও তার স্ত্রী (৪০)। তারা বর্তমানে তেঁতুলিয়া মডেল থানার কোয়াটারে অবস্থান করছেন।
তারা স্থানীয় ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, সদর উপজেলার আক্রান্ত দু'জনের বাড়ি পৌর এলাকার পুরাতন ক্যাম্প ও কামাতপাড়া এলাকায়। আক্রান্তরা দু'জনই পুরুষ। তাদের বয়স ২৭ বছর ও ৪৮ বছর। আক্রান্ত পুরাতন ক্যাম্প এলাকার ব্যক্তি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার। তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তিনি সম্প্রতি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যোগদান করলে পঞ্চগড় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৪ দিনের ডিউটিতে ছিলেন।

কামাত পাড়া এলাকার ব্যক্তি পেশায় একজন দর্জি। আক্রান্ত দু'জনই স্থানীয় ভাবে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা।

গত ২৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ০১ জুলাই তাদের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। বর্তমানে তাদের তেমন কোন শারীরিক সমস্যা না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ২ হাজার ১৪৮ জনের নমুনা সংগ্রহ করার পর ২ হাজার ১০৮ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ১৪৬ জনের করোনা পজেটিভ। জেলার ১৪৬ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৬ জন, সদরে ৫৭ জন, আটোয়ারীতে ১০ জন, বোদায় ১৪ জন ও দেবীগঞ্জে ৪৯ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় ১২০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সদর উপজেলায় মৌলভী পাড়ায় ৭৫ বছর বয়সী একজন মুক্তিযোদ্ধা, বোদা উপজেলার সাকোয়ায় ৬৬ বছর বয়সী এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ।

অন্যদিকে, করোনার 'উপসর্গে' তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদর উপজেলার জগদলে ৫৫ বছর বয়সী এক দোকানদার ও রাজনগড়ে ২২ বছর বয়সী এক যুবক, বোদা উপজেলার ধনিপাড়ায় ১৬ বছর বয়সী এক কিশোর ও দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।

-এসআইএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft