যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট সেন্টারে গুলি, নিহত ২ |
![]() স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। জানা যায়নি হামলাকারী সম্পর্কেও কোনও তথ্য। রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্র্যাবট্রি ফোনে সিএনএনকে জানান, শনিবার স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে ওয়ালমার্টের ডিস্ট্রিবিউট সেন্টারে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। এ সময় এক ব্যক্তি গাড়ি নিয়ে ডিস্ট্রিবিউট সেন্টারের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং অতর্কিতে গুলি চালাতে শুরু করে। দেয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। ঘটনার সময় ওই কেন্দ্রে কমপক্ষে ২০০ জন কর্মী অবস্থান করছিলেন বলে জানা যায়। এ সময় গুলিবর্ষণকারী নিজেও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ক্র্যাবট্রি। আহত বন্দুকধারীকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাকে কে গুলি করেছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ এখনও মুখ খুলেনি। এদিকে ডিগনিটি হেলথ নর্থ স্টেটের মিডিয়া রিলেশন ম্যানেজার অ্যালিসন হেনড্রিকসন জানিয়েছেন, ওই ঘটনার পর ওয়ালমার্টের ডিস্ট্রিবিউট সেন্টার থেকে রেড ব্লাফের এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে গুলিবিদ্ধ ৬ জনকে আনা হয়েছে।এদের মধ্যে দুজন হাসপাতালে আনার পরপরই মারা গেছেন। এ ঘটনায় হতাহতদের বয়স বা আঘাতের ধরন সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি বলে জানিয়েছে সিএনএন। এছাড়া আহতদের বর্তমান অবস্থা কেমন সে বিষয়েও কোনও তথ্য জানা যায়নি। শনিবার রাতে তেহমা কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র ইভেট বোর্ডেন ফোনে সিএনএনকে জানান, ওই বিতরণ কেন্দ্র থেকে জরুরি বিভাগে অনেকগুলো কল আসে আর সবগুলো কলেই একজন বন্দুকধারী বেশ কয়েকটি গুলি করেছে বলে জানানো হয়। ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্র: সিএনএন এসআর |