For English Version
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০
হোম স্বাস্থ্য

ভোলায় নমুনা পরীক্ষায় জট: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

Published : Thursday, 25 June, 2020 at 2:31 PM Count : 127

ভোলায় করোনা সন্দেহভাজন রোগীদের দেয়া নমুনা পরীক্ষায় জট লেগেছে। গত ১০ দিনে জেলায় করোনা সন্দেহভাজন ৭৩৫ জন রোগীর সংগৃহীত নমুনার রির্পোট পাঠানো হয়েছে। গত ১৫ জুনে ৪৩ জনের নমুনা পাঠানো হলেও তাদের রির্পোটও এখনো আসেনি। 

এতে করে দিন যতো যাচ্ছে রির্পোট না পাওয়ার সংখ্যা বাড়ছে। ঢাকা ও বরিশাল ল্যাবে নমুনা পাঠানো হলেও রির্পোট না আসায় সন্দেহভাজন ও আক্রান্ত রোগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।  

ফলে একদিকে যেমন মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন অন্যদিকে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক, টেকনিশিয়ান, রোগী ও স্বজনদের সঙ্গে আলাপকালে জানা যায়, ভোলায় পিসিআর ল্যাব চালু না হওয়ায় করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষার জন্য জেলার বাইরে ঢাকা বা বরিশাল পাঠাতে হয়। এতে করে রির্পোট পেতে সময় লাগছে ৮-১০ দিন। রির্পোট আসতে বিলম্ব হওয়ায় নমুনা দেয়া ব্যক্তিরা করোনায় আক্রান্ত কি না স্বল্প সময়ে জানতে পারছেন না। নমুনা দেয়া ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। ফলে আক্রান্ত ব্যক্তির সংর্স্পশে আসা ব্যক্তি নিজে যেমন সংক্রমিত হচ্ছেন তেমনি অন্যদেরও সংক্রমিত করছেন। এতে ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা।

সিভির সার্জন কার্যালয়ের সূত্র অনুয়ায়ী, ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত গত ১০ দিনে ভোলায় সংগ্রহ করা ৭৩৫ জনের নমুনা ঢাকা ও বরিশাল ল্যাবে রির্পোটের জন্য অপেক্ষমাণ আছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে দুই হাজার ৬১০ জনের। এর মধ্যে দুই হাজার ৪২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এলেও ১৮৯ জনের পজেটিভ আসে।
   
করোনা যুদ্ধে জয়ী ভোলা শহরের ঔষধ ব্যবসায়ী নান্টু কর্মকার বলেন, দুই দফা নমুনা দেয়ার ১৫ দিন পরে নমুনার রিপোর্ট পজেটিভ আসে। নমুনা পজেটিভ আসার দিন সকালেও আমি কর্মস্থলে ছিলাম। এ কয়দিনে আমার সংস্পর্শে এসেছেন অনেকেই। এরপর কোন উপসর্গ না থাকলেও আমাকে আরো ১৫ দিন হোম আইসোলেশনে থাকতে হয়। এতে করে একদিকে যেমন সংক্রমণ ছড়িয়েছে পাশাপাশি ৩০ দিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে আমাকে।

নাসির মাঝি এলাকার বাসিন্দা কামরুন্নাহার বলেন, আমার ছোট ভাইয়ের করোনা উপসর্গ থাকায় গত ১৬ জুন ভোলা জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে আসি। অদ্যাবদি তার ফলাফল না পাওয়ায় সে তার কর্মস্থলে যোগ দিতে পারেনি।

শুধু এই দুই জন নয়, এমন ভোগান্তির স্বীকার শত শত মানুষ। ফলে নতুন করে নমুনা নেয়ার ক্ষেত্রে একদিকে যেমন অনাগ্রহ দেখাচ্ছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি নমুনা দেয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছে।    

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। এর মধ্যে সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে সুস্থ ৩১ জন। তার মধ্যে ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত সর্বাধিক ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ দু'জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ ও তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ দু'জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন দু'জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলার দুই চেয়ারম্যান, ৮ জন চিকিৎসক, ১৮ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছেন। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কর্যালয়ের দু'জন, সিভিল সার্জন কার্যালয়ের দু'জন ও জেলা প্রশাসক কার্যালয়ের একজন রয়েছেন।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ঢাকা ও বরিশালে ল্যাবে ধারণ ক্ষমতার বেশী নমুনা প্রতিদিন জমা হচ্ছে। তাই রির্পোট আসতে ৫/৭ দিন লেগে যাচ্ছে। তবে ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাব শীঘ্রই চালু হলে এ সমস্যা দূর হবে।

-এএম/এমএ


« PreviousNext »সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone :9586651-58. Fax: 9586659-60, Advertisemnet: 9513663
E-mail: [email protected], [email protected], [email protected], [email protected],   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft