For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সৌদি আরবে কারফিউ প্রত্যাহার

Published : Sunday, 21 June, 2020 at 8:39 AM Count : 626

করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় ও নাগরিকদের জীবন স্বাভাবিক করার অংশ হিসেবে সৌদি আরবে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে দেশটিতে কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফলে সৌদিতে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আগের মতো স্বাভাবিক ভাবেই পরিচালিত হবে। তবে এসব ক্ষেত্রে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। না হলে গুনতে হবে জরিমানা। ঘর থেকে বের হলেই যথাযথ নিয়মে মাস্ক পড়া, জনদূরত্ব ও সামাজিক দূরত্ব বজায় রাখা, শারীরিক তাপমাত্রা পরীক্ষায় বাধ্য থাকা এবং জনসমাগম থেকে বিরত থাকা। এক স্থানে সর্বোচ্চ ৫ জনের বেশি জড়ো হতে পারবে না।

পৌর, সামাজিক ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মক্কা, মসজিদুল হারামসহ এই অঞ্চলের দেড় হাজারের বেশি মসজিদ রোববার ফজরের সময় থেকে খুলেছে। আজ থেকে সেলুন ও বিউটি পার্লারগুলো কাজ করতে পারবে। তবে মুখে মাস্ক ও হেন্ড গ্লাভস পরিধান করতে হবে এবং শুধুমাত্র চুল কাটা এবং সেভ করা যাবে একবার ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে। অন্যান্য কর্মক্ষেত্রে ৭০ শতাংশের বেশি উপস্থিতি না রাখা। 
এছাড়াও, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরা ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে আসা যাওয়ায় বাধা নেই।      

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ নির্দেশনা গ্রহণের জন্য সৌদিতে বসবাসরত সকল নাগরিকদের জন্য দুটি এ্যাপস চালু করা হয়েছে। "তাবাউদ" এবং "তাওয়াক্কালনা" এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
 
মন্ত্রণালয়ে ৫০ জনেরও বেশি লোকের জমায়েত করা নিষিদ্ধ করেছে। তবে সকল মসজিদে সালাত আদায় করতে পারবে সামাজিক দূরত্ব বজায় রেখে। নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে প্রবেশ এবং মুখে মাষ্ক অবশ্যই পরিধান করতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলা, অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যে বা যারা এই প্রতিরোধমূলক যেকোন পদক্ষেপ লঙ্ঘন করবে তাদের জরিমানা ও শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

শনিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪১ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩০ জনের। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৫৩ জন। দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৯১৭ জন। 

সৌদি সরকারের দেয়া বিভিন্ন বিধি-নিষেধ শিথিল প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদ আল-আলি বলেন, বিধি-নিষেধ তুলে নেয়া মানেই করোনা ভাইরাস এখান থেকে চলে যায়নি। ভাইরাসটি এখনো সংক্রমণ ঘটিয়ে চলছে। মহামারিও আছে। এখনো আমাদের কাছে কোন ভ্যাকসিন নেই।

তিনি বলেন, এত প্রতিবন্ধকতা থাকার পরও আমরা এমন একটি পর্যায়ে এসেছি যে, জনজীবন স্বাভাবিক করার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে আমাদের খুব সতর্কতার সঙ্গে সেদিকে এগোতে হবে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি আরবের সমস্ত স্থল ও নৌ সীমান্ত পথ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ।

-এসসি/এমএ

লকডাউন শিথিল করছে সৌদি আরব
সৌদি আরবে খুলছে মসজিদ অফিস দোকানপাট, চলবে বিমান
সৌদিতে মাস্ক না পড়লে জরিমানা
লকডাউন শিথিল হচ্ছে সৌদিতে
সৌদির ৯ শহরে কারফিউ
সৌদি আরবে কারফিউ জারি
মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে মুসল্লিদের প্রবেশ বন্ধ
দুটি ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
কর্মস্থলে উপস্থিতি স্থগিতের সিদ্ধান্ত সৌদির
আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করছে সৌদি আরব
করোনা ভাইরাস : ওমরাহ-ট্যুরিষ্ট ভিসায় সৌদির নিষেধাজ্ঞা

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft