যেভাবে সময় কাটছে সুজানার |
![]() শোবিজ অঙ্গনে জনপ্রিয় মুখ সুজানা জাফর। ২০০১ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় তার যাত্রা শুরু। ২০০৩ সালে লাক্স ফটোসুন্দরী খেতাব জেতার পর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ‘থাকো মেঘ হয়ে’ টেলিছবিতে। সম্প্রতি অভিনয়ের ভুবনকে বিদায় জানিয়েছেন এই সুন্দরী। ব্যস্ত আছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মকর্ম নিয়ে। সুজানা জাফর বলেন, ‘কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে আছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্ পালনের পর অভিনয়ের প্রতি মনও সেভাবে সায় দেয়নি। ওই সময় থেকে পুরোদমে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আর সামাজিক কাজে মন দিয়েছি। তা ছাড়া মিডিয়ায় আগের পরিবেশটাও নেই। তাই মাঝে যে দু’একটি কাজ করেছি, তাও কিন্তু অনেকদিন পর। করোনার কারণে গত তিনমাস ধরে পুরোদমে ঘরে। নিয়মিত নামাজ, কোরআন, হাদিস পড়ে সময় কাটাচ্ছি। এই সময়টায় উপলব্ধি করলাম, মিডিয়াতে আমার কাজ করা ঠিক না। সব মিলিয়ে অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তাহলে কি এখন থেকে নিজের বুটিক্স ব্যবসা নিয়েই থাকবেন? জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যা। ৩ বছর আগে আমি বুটিক্স ব্যবসায় নামি। ওই সময়ই মানুষের কাছ থেকে অনেক রেসপেক্ট পেয়েছি। আর আমার খুব বেশি চাহিদাও নেই। খুব সুন্দরভাবে জীবন কেটে যাচ্ছে। আশা করি, আগামী দিনগুলোও ভালোভাবেই কাটাতে পারব।’ ভক্তদের কথা ভেবে কি মাঝে-মধ্যে কাজ করার ইচ্ছে আছে? প্রশ্নের জবাবে সুজানা বলেন, ‘অভিনয় করার আর কোন ইচ্ছে নেই। তা ছাড়া আমার যারা ভক্ত আছেন, তারা কিন্তু আগের মতোই আমাকে ভালোবাসেন। অভিনয় থেকে দূরে থাকার পরও তারা কিন্তু আমার ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করে। আমি যে সামাজিক কাজগুলো করি তারা কিন্তু সেগুলোর প্রশংসা ও বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমার বিশ্বাস, আগামীতেও তারা আমাকে পছন্দ করে যাবেন।’ সবশেষ জানতে চাই বিয়ে করছেন কবে? সুজানার ভাষ্য, ‘জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। তার যখন হুকুম হবে, তখন। পরিবারের পছন্দেরই বিয়ে করবো। আর সৎ ও ধর্মীক একজনকেই জীবনসঙ্গী করব।’ এসআর |