করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে ৪ লাখ ৮ হাজার প্রাণহানী |
![]() মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময়) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটের তথ্যমতে, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৯৮ হাজার ৬৩৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৭৩৪ জন। সুস্থ হয়েছেন এমন রোগীর সংখ্যা এখন ৩৫ লাখ ৩৬ হাজার ১৫৪ জন। সবথেকে বেশি আক্রান্তের দিক থেকে এখনও শীর্ষ অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাস সম্ভবত কখনোই পুরোপুরি নির্মূল হবে না; একে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে মানবজাতিকে। অবশ্য একটি স্বস্তির খবর দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইউএমএ)। বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন আর মারা গেছেন ৯৩০ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। -এমএ |