For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

অল্প বৃষ্টিতেই শ্রীমঙ্গলের প্রধান সড়কে হাটু পানি

Published : Thursday, 4 June, 2020 at 9:59 AM Count : 437

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কে জলাবদ্ধতা এখন সাধারণ জনগণের ভোগান্তির কারণ হয়ে দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে হাঁটু সমান হয়ে যায়।

স্থানীয় ব্যবসয়ীরা অভিযোগ করে বলেন, পৌরসভা কর্তৃপক্ষ সময় মতো ড্রেনগুলো পরিষ্কার না করায় এই জলাবদ্ধতার সৃস্টি করেছে। তবে পৌরসভা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা বৃষ্টির জন্য সময়িক জলাবদ্ধতা।

ঘুর্ণিঝড় 'নিসর্গ' এর প্রভাবে বুধবার শ্রীমঙ্গলে দিনভরই হালকা, হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়। এতে করে শহরের কেন্দ্রস্থল চৌমুহনা এলাকায় সারাদিনই জলাবদ্ধতা দেখা দেয়। তবে সন্ধ্যার পর পরই এ এলাকায় হাঁটু সমান পানিতে সড়কগুলো তলিয়ে যায়। এ সময় সাধারণ মানুষ ও ছোট ছোট  যানবাহন চলাচলে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

শহরের কলেজ রোডের টেলিকম ব্যবসায়ী (ইরা টেলিকম) মো. সেলিম আহমেদ বলেন, 'করোনায় এমনিতেই দীর্ঘদিন ব্যাবসা বাণিজ‍্যে স্থবিরতা। এর ভেতর শহরের রাস্তার এই  অবস্থায় আমাদের ভাবিয়ে তুলছে। প্রয়োজনের তুলনায় ড্রেনেজ ব্যবস্থা কম থাকায় এ পরিস্থিতির জন্য দায়ী। বৃষ্টিপাতে শহরে জনসাধারণের চলাচলের উপযুক্ত পরিবেশ ও নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তার আশু সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।'
শ্রীমঙ্গল চৌমহনায় অবস্থিত আবাসিক হোটেল স্কাইপার্কের সত্ত্বাধিকারী মো. ইকরামুল ইসলাম বলেন, 'অল্প বৃষ্টিতেই পুরো চৌমহনা চত্বরে হাঁটু পানিতে সয়লাব হয়ে যায়। শ্রীমঙ্গল পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিস্কাশনে বিলম্ব হয়। এতে করে মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।'

মক্কা শপিং সিটির মোবাইল মিডিয়ার সত্ত্বাধিকারী সুমন দাশ বলেন, 'বৃষ্টিতে চৌমুহনায় পানি জমে থাকার কারনে দোকানে ক্রেতা আসতে পারছেন না। হাঁটু  পানি মারিয়ে অনেকেই মার্কেটে প্রবেশ না করে ফিরে যান এতে মার্কেটের ব্যাবসায়িরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'

শহরের সিএনজি পরিবহন ব্যবসায়ী মো. আলমাস মিয়া (রানা) বলেন, 'এমনিতেই আমরা করোনায় কাহিল, এখন জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ভোগান্তির মধ্যে পড়েছি। পৌরসভা ঠিকমত ড্রেনগুলো পরিষ্কার না করায় সামান্য  বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে যাচ্ছে। প্রায়শই ইঞ্জিনে পানি প্রবেশ করে গাড়ি বিকল হয়ে পড়ে। ফলে শহরে যাত্রী চলাচলে নানা বাঁধা বিড়ম্বনা লেগেই থাকে।'

জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল চেয়ারম্যান আব্দুল করিম বলন, 'শহরের কোন ড্রেনের মুখ বন্ধ নেই। সব পরিষ্কার করা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট  জলাবদ্ধতা সাময়িক। কিছু সময় পর পানি নিষ্কাশন হয়ে যায়। শহরের জলাবদ্ধতা নিয়ে পৌর কর্তৃপক্ষ সজাগ রয়েছে।'

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft