For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬০১ ভারতীয় শ্রমিক দেশে ফিরছে

Published : Wednesday, 3 June, 2020 at 9:17 PM Count : 246

অবশেষে স্বদেশে ফেরার কয়েক দফা আন্দোলন শেষে ভারতে ফিরেছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬০১ জন ভারতীয় শ্রমিক।

মঙ্গলবার বাগেরহাটের রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর ৩২০ জনসহ মোট ৬০১ জন শ্রমিককে ঢাকা শাহজালাল আন্তজাতিক বিমান বন্দর থেকে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার  উুড়িষ্যা ও পাঞ্জাবে তাদের নিজ বাড়ীতে পাঠান হয়।  
এর আগে বৃহসপতিবার  ১৬৯ জন এবং বুধবার  ১১২ জনকে পাঠান হয়েছে। বাড়ী ঘর ও পরিবার পরিজন রেখে দীর্ঘদিন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থাকা এ সকল শ্রমিকেরা কাজ বন্ধ করে গত ৪ মে ও ১৭ মে দুই দফায় বাড়ী ফেরার জন্য আন্দোলন করে। এবং তারা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সীমান প্রাচীর ও মুল গেইট থেকে বের হয়ে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিন দফায় এ পর্যন্ত ৬০১ জন ভারতীয় শ্রমিক তাদের স্বদেশে নিজ বাড়ীতে পাঠানো হয়।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, মঙ্গলবার  ৩২০ জনসহ মোট ৬০১ জনকে ভারতে পাঠানো হয়েছে।

এসএটি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft