করোনায় সৌদিতে প্রাণ গেল ৩৫১ জনের |
![]() বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদেল আলী এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৭ জন। এদের মধ্যে ২৮১ জনের অবস্থা সংকটাপন্ন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। এ নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৪০ জন। এদিকে, সৌদি আরবে মৃতের মধ্যে এক নারীসহ বাংলাদেশির সংখ্যা ১৪০ জন। এদের মধ্যে রিয়াদে ৩৮ জন ও জেদ্দায় ১০২ জন। করোনার পাশাপাশি স্বাভাবিক ও হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যাচ্ছেন অনেক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। বেকার, কর্মহীন হয়ে পড়া ও বেতন না পাওয়া বাংলাদেশিরা দুশ্চিন্তায় সময় অতিবাহিত করছেন। দেশে অনেকের পরিবার অর্থাভাবে চরম কষ্টে দিনাতিপাত করলেও বিদেশি পরিবার বলে সকল সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছেন। তাই দুশ্চিন্তা ও মানসিক চাপেও মারা যাচ্ছেন অনেকে। এদিকে, তৃতীয় পর্যায়ে করোনা টেষ্ট শুরু করেছে সৌদি কতৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট হাসপাতাল, পাড়া মহল্লার পর এবার যানবাহনের আরোহীদের করোনা টেষ্ট করা হবে। এছাড়া শহরের প্রবেশদ্বারে বসানো হচ্ছে ভাইরাস নিরোধক ফটক। তাদের বিশ্বাস এতে করে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হবে। -এসসি/এমএ |