For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪১ লাখ

Published : Sunday, 10 May, 2020 at 9:50 AM Count : 3004

মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮০ হাজার ৪৩৫ জনে। করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ০১ হাজার ৬৪১ জন।

বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, করোনায় আক্রান্তের পর চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৭৩৪ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, এই পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এগিয়ে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ০৯ হাজার একশ ৫৯। মারা গেছেন ৭৮ হাজার সাতশ ৯২ জন। 
এরপর মৃত্যুর দিক থেকে হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। সেখানে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৮ হাজার দুইশ ৬৮ জন আর মারা গেছে ৩০ হাজার তিনশ ৯৫ জন। 

প্রাণহানির হিসাবের তালিকায় তৃতীয় অবস্থানে স্পেন। দেশটিতে মারা গেছে ২৬ হাজার চারশ ৭৮ জন। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৩ হাজার পাঁচশ ৭৮ জন।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, দেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। আর করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১৪ জন। 

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

-এমএ

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৮০ হাজার

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,