For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

বাউফল উপজেলা পরিষদে ফের ইট-সুড়কির ব্যবসা

Published : Thursday, 7 May, 2020 at 2:23 PM Count : 256

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বর দখল করে ফের ইট সুড়কির ব্যবসা শুরু হয়েছে। দীর্ঘদিন থেকে ইট-সুড়কির ব্যবসা করায় সরকারি ৩টি অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদের পেছনে খালের পাড়ে গড়ে উঠেছে ইট-সুড়কির ব্যবসা। টমটমসহ বিভিন্ন যানবাহনে ইট-সুড়কি পরিবহন করায় মারাত্মক শব্দ দুষণ হচ্ছে। ফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও পাশে থাকা একটি বিদ্যালয়ের পাঠদান বিঘ্নিত হচ্ছে।

বিষয়টি নিয়ে ২০১৮ সালে অবজারভারসহ একাধিক পত্রিকায় খবর প্রকাশের পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে ইট-সুড়কি ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালী মহলকে উচ্ছেদ করেন। এরপর সংশ্লিষ্ট এলাকার অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।  

সম্প্রতি ফের একই স্থানে ইট সুড়কির ব্যবসা শুরু হয়েছে।
উপজেলা শিক্ষক সমিতির এক নেতা বলেন, এখানে ইট-সুড়কির ব্যবসা করায় মাধ্যমিক অফিসের ট্রেনিং সেন্টারে শিক্ষকদের প্রশিক্ষণকালীন শব্দ দূষণের কারণে সীমাহীন সমস্যা হচ্ছে। 

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, খুব শিগগিরই উপজেলা পরিষদ চত্বর থেকে ইট-সুড়কি ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে।

-এএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft