করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়াল আড়াই লাখ |
![]() বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মারা গেছেন ৬৯ হাজার ৯২১ জন। এরপর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ০৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে স্পেনে মারা গেছেন ২৫ হাজার ৪২৮ জন। দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন। ফ্রান্সে মারা গেছেন ২৫ হাজার ২০১ জন। শনাক্ত ১ লাখ ৬৯ হাজার ৪৬২ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। -এমএ |