করোনার থাবায় বিশ্বজুড়ে মৃত্যু ২ লাখ ১১ হাজার |
![]() নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৬০৯ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৬৪ হাজার ৮৯৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ২২ হাজার ৪০৯ জন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ১০ হাজার ৫০৭ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবচেয়ে বেশি মৃত্যুও সেখানেই। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৮০৩ জন। করোনার হানায় রীতিমতো মৃত্যু উপত্যকায় পরিণত হয়ে ইউরোপ। বিশ্বজুড়ে প্রাণহানির প্রায় অর্ধেকই হয়েছে এ অঞ্চলে। স্পেনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৪২২ জন। মারা গেছেন ২৩ হাজার ৫২১ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ৪১৪ জন, প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৯৭৭ জন। ফ্রান্সে করোনায় আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন। মৃত্যু ২৩ হাজার ২৯৩ জনের। জার্মানিতে আক্রান্তের তুলনায় মৃত্যু হার বেশ কম। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হলেও মারা গেছেন মাত্র ৬ হাজার ১২৬ জন। এছাড়া, যুক্তরাজ্যে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২১ হাজার ০৯২ জন। গত কয়েক সপ্তাহ ধরে হু হু করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে। সেখানে মাত্র মাসখানেকের মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৬১ জন। মারা গেছেন ২ হাজার ৯০০ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। -এমএ |