For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ

Published : Monday, 27 April, 2020 at 10:20 AM Count : 2554

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন দুই লাখ ৬ হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৯৪ হাজার ৯৫৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৯৫৫ জন।

বাংলাদেশ সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশটিতেই মারা গেছেন ৫৫ হাজার ৪১৫ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫০৯। অপরদিকে একদিনেই মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৭ জনের। তবে আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।
তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে। এমনকি যুক্তরাষ্ট্রে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই ওই অঙ্গরাজ্যের।

এছাড়া ইউরোপ ও আফ্রিকার অনেক দেশেও ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে করোনা ভাইরাসের সংক্রমণ। 

বাংলাদেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজারের বেশি। মৃতের সংখ্যা ১৪৫ জন।

যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ২০ হাজার ৭৩২ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

-এমএ

অক্সফোর্ডে করোনার ভ্যাকসিন নেয়া সেই নারীর মৃত্যু
করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৮

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,