For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

কর্মহীনদের খাবার দিলো ‘রাণীনগর খেলোয়ার কল্যাণ সমিতি’

Published : Saturday, 25 April, 2020 at 12:57 PM Count : 296

সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরেও সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশাচালক, অসহায়, ভবঘুরে, দু:স্থ্যদের মাঝে খাবার সামগ্রী বিতরন করলো ‘রাণীনগর খেলোয়ার কল্যাণ সমিতি’।

শনিবার রাণীনগর মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে খেলোয়ার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এছাহক আলীর অর্থায়নে ও সমিতির আয়োজনে সদর ইউনিয়ন ও তার আশেপাশের গ্রামের শতাধিক কর্মহীন মানুষদের মাঝে জনসমাগম না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাবার ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

প্রধান উপদেষ্টা এছাহক আলী বলেন, খেলোয়ার কল্যাণ সমিতি উপজেলার অবসরপ্রাপ্ত খেলোয়ার ও বিভিন্ন শ্রেণির সুধীজনদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসা হচ্ছে। বিভিন্ন সময়ে উপজেলার সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে এই সমিতি। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে উপজেলার কর্মহীন মানুষদের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরন করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। যতদিন এই সংকট থাকবে ততদিন এই সমিতি এই সব কর্মহীন মানুষদের পাশে সহযোগিতার বার্তা নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে।

এআরআর/এসআর



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft