For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আমিরাতে নতুন করে মৃত্যু ৮ জনের, আক্রান্ত ৫২৫ জন

Published : Saturday, 25 April, 2020 at 9:35 AM Count : 226

করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে নতুন করে আরও ১২৩ জন সুস্থ হলেও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।

শুক্রবার (২৪ এপ্রিল) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। এতে আমিরাতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৮১ জনে। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। আর এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রমজানের সময় সংযুক্ত আরব আমিরাতে জাতীয় নির্বীকরণ কর্মসূচির সময় পরিবর্তন করেছে।

শুক্রবার থেকে দুবাইয়ে চলাচলের ওপর বিধিনিষেধ আংশিক সহজ করা হয়েছে। কর্মসূচি সন্ধ্যা ৬টা থেকে পূর্ব ঘোষিত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে।

এ সময় খাবারের দোকানগুলোতে খাবার বিক্রি করার অনুমতি দেয়া হয়েছে। সমবায় সুপার মার্কেট, মুদি দোকান, অন্যান্য সুপারমার্কেট এবং ফার্মেসি ২৪ ঘণ্টা পরিচালনা করতে পারবে।

দুবাই মেট্রো রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রতি কেবিনে যাত্রী সংখ্যা সীমাবদ্ধ থাকবে এবং সব যাত্রীকে অবশ্যই মুখোশ পরতে হবে।

এছাড়া চালু হবে অন্যান্য গণপরিবহনও। মে থেকে পুনরায় সকল প্রকার পরিবহনের প্যাড পার্কিং কার্যকর হবে।

দুবাই মেট্রো সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সার্ভিস দেবে। ১৩টি রুটে বাস চলবে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। পবিত্র রমজান মাসে নাগরিক ও বাসিন্দাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,