বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছঁইছুঁই |
![]() বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটের সর্বশেষ হালনাগাদ থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৫০ হাজারের বেশি। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯২২ জন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটি এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৪ জন। মৃতের সংখ্যা ২২ হাজার ১৫৭ জন গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। -এমএ |