For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনায় নতুন শনাক্ত ৫০৩, মৃত্যু ৪

Published : Friday, 24 April, 2020 at 2:39 PM Count : 1965

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, 'আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন। ফলে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ৬৮৯ জনে।'

নাসিমা সুলতানা বলেন, 'আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩১ জনে। ৪ জনই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১১২।'
তিনি বলেন, 'করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।'

বুলেটিন উপস্থাপনকালে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ছুটি কয়েক দফায় আগামী ০৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

-এমএ

করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ২৮১৭
ইরানে ৮৫ হাজার করোনা রোগীর ৬৩ হাজার সুস্থ
সপ্তাহে ২ দিন চলবে আদালত
করোনায় মারা গেলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পাবেন সরকারি চাকরিজীবী
নতুন মৃত্যু ৭, আক্রান্ত ৪১৪
দেশে করোনায় আক্রান্তের ৭৩ শতাংশ ঢাকার
‘বিছানার কাছেই লাশ পড়ে ছিল ঘণ্টার পর ঘণ্টা’
করোনা: লকডাউন তুলে নেয়ার ছয় শর্ত কি পূরণ করতে পারছে বাংলাদেশ?
৫ মে পর্যন্ত আবারও ছুটি বাড়ল
শিক্ষাপ্রতিষ্ঠানেরও ছুটি ৫ মে পর্যন্ত
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ২৮১৭
করোনা: নতুন মৃত্যু ১০, শনাক্ত ৩৯০

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,