For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

পূর্বাচলে বেস্টওয়ের ভবনে করোনা পরীক্ষার কেন্দ্র

Published : Saturday, 18 April, 2020 at 2:47 PM Count : 431

চলমান করোনা ভাইরাসের পরীক্ষা এবং সনাক্তকরন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য স্থানীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর কাছে সাময়িক সময়ের জন্য অস্থায়ী মেডিকেল হিসেবে হস্তান্তর করা হয়েছে। কুড়িল থেকে ১৫ মিনিটের দুরত্বে ৩০০ ফিট সড়ক দিয়ে কাঞ্চন ব্রিজ টোল প্লাজা অতিক্রম করলে বেস্টওয়ের বিশাল প্রকল্প। 

ইতোমধ্যে প্রজেক্টে স্টেট ইউনিভার্সিটে অব বাংলাদেশ পুরোদমে চলছে, নির্মিত হচ্ছে ল্যাবএইড হসপিটাল, গড়ে উঠেছে একাধিক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। গড়ে উঠেছে লা রিভেরিয়া রিসোর্ট, বেস্টওয়ে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বেস্টওয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট- বার্ড। গড়ে উঠেছে কমিউনিটি ট্যরিজম বেজড পূর্বাচল কান্ট্রি ক্লাব।

আমেরিকান সেরা টাউন প্লানার কোম্পানীর মাধ্যমে তৈরি হচ্ছে মানুষের জন্য প্রকৃতির সাথে বাস করার মতো একটি মানবিক শহর , যেখানে মানুষের প্রয়োজনগুলোকে সামনে রাখা হয়েছে। পাশেই প্রায় ৩ টি রিসোর্ট, সরকারি বালিকা আশ্রয় কেন্দ্র। সেখানে বেস্টওয়ে গ্রুপের প্রধান ভবনটি সরকারকে সাময়িকভাবে ব্যবহার করতে হস্তান্তর করলো বেস্টওয়ে গ্রৃপ।

বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো.মিজানুর রহমান বলেন, আমাদের সীমিত সাধ্যের মধ্যে সরকারের সাথে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সকলের ভালোবাসার প্রকল্প পূর্বাচল বেস্টওয়ে সিটি ( পিবিসি) মানবিক দায়দ্ধতা থেকে পূর্বাচলের প্রথম বেসরকারি আবাসিক প্রকল্পের ভবনটি এখন মানুষের কাজে ব্যবহার হচ্ছে।দেশ ও জাতির স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের অবস্থান থেকে “জীবনের প্রয়োজনে” এগিয়ে এসেছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেষ্টওয়ে গ্রুপ এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠান “জীবনের প্রয়োজনে” মানব সেবার তরে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে সদা প্রস্তুত। আমরা একটি মানবিক শহর তৈরিতে কাজ করছি , করোনায় সাহায্য তার প্রথম পদক্ষেপ। জীবন যেখানে বিপন্ন সেখানে জীবন কে সুরক্ষিত করার দায়িত্ব নিতে হবে আমাদেরই।

স্ব-স্ব অবস্থান থেকে আমরাই পারি “জীবনের প্রয়োজনে” মানবিকতার হাত বাড়িয়ে দিতে। মানব জাতির উত্থানের সাথে ত্যাগ, বিসর্জন এবং পরোপকারিতা ওতপ্রোতভাবে জড়িত।

প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বেস্টওয়ে চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতিতে নেতৃত্ব দিয়েছেন। সামাজিক কাজে যুক্ত আছেন রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের সাথে।

এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft