For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

সাতক্ষীরায় এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে কৃষকদের প্রতি ডিসি’র আহবান

Published : Tuesday, 14 April, 2020 at 10:22 PM Count : 316

বাংলা নববর্ষের প্রথম প্রহরে কৃষকদের কৃষিতে এগিয়ে আসার জন্য সরকারি বাংলোতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে আহবান জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। করোনায় স্থবীর এই জেলার কৃষকদের এবারের বাংলা নববর্ষ পালন না করে ঘরে থাকার পাশাপাশি সেই অর্থ দরিদ্রদের জন্য প্রদানেরও আহবান জানিয়েছেন। 

মঙ্গলবার সকালে এসএম মোস্তফা কামাল তার সরকারি বাংলোর মধ্যের জায়গা কোদাল দিয়ে কুপিয়ে ফসল ফলানোর উপযোগি করার কাজ শুরু করেছেন। এসময় কৃষকবেশে মাথায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই টোকা, গলায় গামছাসহ সাদামাঠা পোশাকে নিজ হাতে এই কাজ করার সময় তিনি বেশ আনন্দও পেয়েছেন বলে জানান গণমাধ্যমকর্মীদের। 

এক প্রশ্নের জবাবে বলেন, বাংলোর বিস্তর জায়গা কুপিয়ে এবং চাষ উপযোগি করে বিভিন্ন ধরণের সবজি বাগান করবেন তিনি। করবেন বিভিন্ন ফলেরও বাগান। এরআগে তিনি বেশ কিছু জায়গা জুড়ে ফুলের বাগান করেছেন নিজ হাতে। 

জেলা প্রশাসক এসময় সাতক্ষীরার মাটি ও মানুষের কথা বলতে গিয়ে তুলে ধরেন এজেলার কৃষি সমৃদ্ধ বিভিন্ন ফসলের কথা। বলেন এখানে খালে-বিলে-ঘেরে প্রচুর মাছ জন্মায়। এখানের জমিতে হয় প্রচুর ধান। ফল-ফুলে ভরে থাকে বাগান। তাই বৈশাখের এইদিনে সবার কাছে তার প্রত্যাশা যেন জেলার প্রতি ইঞ্চি মাটি ফলে-ফুলে ভরে থাকে। কোন জমি যেনো অনাবাদি না থাকে। এক পর্যায়ে ছাদ বাগানের উপরও তিনি গুরুত্বারোপ করে বলেন, আমাদের ছাদগুলোর উপযুক্ত ব্যবহার করে সেখানে ফল-ফুল ও সবজি ফলানো সম্ভব। 
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, আমার বাবা সরকারি চাকরি করলেও আমি ছোট বেলা থেকে কৃষি কাজকে বেশি অগ্রাধিকার দিতাম। আমাদের জমি বর্গা দেওয়া হতো। আমি কৃষকদের ধানকাটার সময় মাঠে মাঠে ঘুরতাম এবং প্রাকৃতিক এসব দৃশ্য দেখে সাময়িক সময় নিজেকে যেন হারিয়ে ফেলতাম। আজও যেন নতুন ধানের মৌ মৌ গন্ধ আমাকে ব্যাকুল করে তোলে। 

পহেলা বৈশাখ এসেছে কৃষকের হাত ধরে। মূলত খাজনা আদায়কে কেন্দ্র করে এ উৎসবের সূত্রপাত। এবারের পহেলা বৈশাখ মহামারি করোনার কারণে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে না। তাই আমাদের সকলের প্রত্যাশা হোক ‘করোনা মুক্ত আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার।’ ‘আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ্য শরীরে।’ শুভ নববর্ষ-১৪২৭। 

সাতক্ষীরা জেলা প্রশাসকের এ আহ্বান ছড়িয়ে পড়ুক সর্বস্তরে। আজ করোনকালে তার মতো সবার ভালোবাসা হোক মাটি ও মানুষের জন্য।

এমজেডআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft