করোনায় বিশ্বে প্রাণ গেল সোয়া লাখ |
![]() সোমবার ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৬৬৬ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ৪৪। মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৩ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৮৯৯। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৬৮ জন। মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ২০৯। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৮৩১। উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা তিন হাজার ৩৪৩। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। -এমএ |