সৌদির ৯ শহরে কারফিউ |
![]() মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সকল অঞ্চল থেকে বের হওয়া বা এতে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে একান্ত জরুরী চিকিৎসা সেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিত ভাবে (সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে) বের হওয়া যাবে। শুধুমাত্র প্রাপ্ত বয়স্করা বের হতে পারবেন। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ দু'জন থাকতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল তালাল আল শালহুব বলেন, 'যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সেলিব্রেটিও কারফিউর আওতাধীন তাদেরকেও কারফিউ থেকে বাদ দেওয়া হয়নি। তাই কোন বিখ্যাত সেলিব্রেটি কারফিউ আইন অমান্য করলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।' সকলকে সর্তক করে তিনি বলেন, 'কারফিউ অমান্য করলে পাবলিক প্রসিকিউশন হিসেবে প্রথমে ১০ হাজার রিয়াল জরিমানা, কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ছবি তোলা বা ভিডিও করা হলে ৫ বছরের জেল ও ৩০ লাখ রিয়াল জরিমানা করা হবে।' এছাড়া, শুধুমাত্র মুদি দোকান (গ্রোসারি শপ/তামউইনাত), ফার্মেসী, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস এন্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং-ইলেক্ট্রিক-এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত, পানি পৌঁছানোর কাজে নিয়োজিত কোম্পানি ছাড়া সকল প্রকার ব্যবসায়ীক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। একই ভাবে ইতোপূর্বে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিত ভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদালি বলেন, 'গত ২৪ ঘন্টায় (০৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত) নতুন করে আরও ১শ ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস ১ হাজার ৯শ ৩৪ জনের দেহে সক্রিয় রয়েছে।' সর্বশেষ তথ্যমতে, ২ হাজার ৬শ ৫ জন করোনায় আক্রান্ত। এই পর্যন্ত হয়েছে ৩৮ জনের। সুস্হ্য হয়ে ঘরে ফিরেছেন ৫শ ৫১ জন। -এসসি/এমএ |