For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে আ.লীগের ত্রাণ বিতরণ

Published : Sunday, 5 April, 2020 at 4:17 PM Count : 437

করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়া সরকারের নেয়া চার সপ্তাহের লকডাউনে খাদ্য সংকটে পড়েছে প্রবাসী বাংলাদেশীরা। দেশজুড়ে চলা এ সংকট মেটাতে মালয়েশিয়ার বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন এর  উদ্যোগে বিভিন্ন স্থানে চলছে খাদ্য সামগ্রী ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ । এরই অংশ হিসাবে যাদের নেতৃত্বে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, মালয়েশিয়া পরান ফুড প্রা: লি: এর স্বত্ত্বাধীকারি, বিশিষ্ট ব্যাবসায়ী ওহিদুর রহমান ওহিদ, শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল সকল নেতাকর্মী বৃন্দ। 

পহেলা এপ্রিলে গণমাধ্যমে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সংকটের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর যেসব এলাকায় প্রবাসীরা খাদ্য সংকটে পড়েছেন সেসব এলাকায় সমন্বয় করে পৃথকভাবে এখন পর্যন্ত চলছে এ ত্রান সামগ্রী বিতরণের কার্যক্রম।

ওহিদুর রহমান ওহিদ বলেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের-ই দায়িত্ব। এখানে কিছু প্রবাসী বাংলাদেশীরা করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন এর কারণে অর্থ ও খাদ্য সংকটে বেশ কষ্টে আছেন। একই সঙ্গে সামর্থ্যবান সকলকে যতটা পারা যায় সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। 

এই ত্রান বিতরণে আরো যারা অংশগ্রহণ করেছেন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম , স্বেচ্ছাসেবক লীগেরৎভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ সরকার সহ সভাপতি কবি শেখ জাহাঙ্গীর ও হারুন , সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল, জাহাঙ্গীর, সফিকুল এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ প্রবাসীরা।
এসময় তারা রাজধানী কুয়ালালামপুর ও তার আশেপাশের বিভিন্ন স্থানে অসহায় প্রবাসীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে দেশটিতে গত ১৮ ই মার্চ থেকে চলছে Moving control order(এমসিএ) , আজ রবিবার ৫ ই এপ্রিল পর্যন্ত মারা গেছেন ৫৭ জন, আক্রান্ত হয়েছেন ৩৪৮৩ জন,সেরে উঠছেন ৯১৫, তবে এখন পর্যন্ত মালয়েশিয়ায় কোন বাংলাদেশী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

এএম/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft