করোনায় বিশ্বব্যাপী অর্ধলক্ষ ছাড়ালো মৃতের সংখ্যা |
![]() প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলক্ষ। এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ৫৩ হাজার ২০২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৭২৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন। এছাড়া চিকিৎসাধী অবস্থান আছেন ৭ লাখ ৪৯ হাজার ৫৩৫ জন। গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। -এমএ |