For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো

Published : Thursday, 2 April, 2020 at 9:53 AM Count : 384

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৪৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছেন। আর এতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৪৭ হাজার ২৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৯ জন। এখন পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১১০।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওপরে শুধু ইতালি (১৩ হাজার ১৫৫ জন) ও স্পেন (৯ হাজার ৩৮৭ জন)। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরেই রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এরপর নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছেন ২৬৭ জন।

তবে হঠাৎ করেই তৃতীয় হটস্পট হয়ে উঠেছে মিশিগান। এ অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জন। এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ।

ভারতে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩৭ জন। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিন সেখানে মারা গেছেন অন্তত ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮।

জার্মানিতে এখন পর্যন্ত ৭৭ হাজার ৯২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯৩১ জন। ১ এপ্রিল দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬১১৩ জন আর মারা গেছেন ১৫০ জন, যা একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।

এদিকে, করোনা ভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯২৩ জনের প্রাণ গেছে। ফলে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনা ভাইরাসে মোট ৯ হাজার ৩৮৭ জনের মৃত্যৃ হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে বুধবার (১ এপ্রিল) একদিনে প্রাণঘাতী করোনায় মারা গেছেন ৭২৭ জন। এ নিয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫।

-এমএ

এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনা হানা, শঙ্কিত মুম্বাই

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,