এক মাসে ৬৫ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য জব্দ |
![]() বুধবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, ৯ লাখ ৩৩ হাজার ৮২ ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৩১৪ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৬৮৫ বোতল বিদেশী মদ, ৪৬৯ লিটার বাংলা মদ, ১৩৯ ক্যান বিয়ার, ৯২৮ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন, ৩ হাজার ৮০৯টি ইনজেকশন, ১৫ হাজার ২৫২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং দুই লাখ ৮১ হাজার ৪১৩টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে, ৪ কেজি ৪২৬ গ্রাম স্বর্ণ, ৫৮ কেজি ৪৭০ গ্রাম রুপা, ৮৬ হাজার ১২৮টি ইমিটেশন গহনা, ৬২ হাজার ১৩১টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ৬৭টি শাড়ি, দুই হাজার ৪৮৮টি থ্রি-পিস/শার্ট পিস, ৫ হাজার ৫৫০টি তৈরি পোশাক, ২৬৩ মিটার থান কাপড়, দুই হাজার ৮৪১ ঘন ফুট কাঠ, ১৩ হাজার ৫৬৬ কেজি চা পাতা, ৭টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, একটি পিকআপ, ১৮টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা ও ৮৭টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দুটি পিস্তল, ৮টি অন্যান্য প্রকারের অস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১০ রাউণ্ড গুলি। এছাড়াও, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৭ জন বাংলাদেশি ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -এমএ |