কৃষকের জমি দখল বিবিএস গ্রুপের |
![]() গাজীপুর জেলা জুড়েই চলছে লকডাউন। প্রশাসনের লোকজনও দিন-রাত ব্যস্ত সাধারণ মানুষকে নিরাপদে রাখতে। আর এ সুযোগে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকায় এক নিরীহ কৃষকের জমি মঙ্গলবার থেকে দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বিবিএস ক্যাবল নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে। যদিও ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে ১৪৫ ধারাও জারি করেছিল শ্রীপুর থানা পুলিশ। ভুক্তভোগী কৃষক আব্দুস সাত্তার তেলিহাটি গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে। তার ভাষ্যমতে, তেলিহাটি মৌজার বিভিন্ন দাগের জমি তাদের বাবা ১৯৯৯ সালে ৬৯৪৬ নং বেলওয়াজ হেবা দলিলের মাধ্যমে ভাই-বোনদের নামে বিভিন্ন দাগ ও অংশে রেজিষ্ট্রি করে দেন। সে মতে তারা জমি ভোগদখল করে আসছেন। পরে তার বাবার মৃত্যুর পর স্থানীয় ভূমির দালাল মোফাজ্জল সরকারের প্রলোভনে তার বোন এক দলিলের মাধ্যমে মালিকানার অতিরিক্ত জমি বিবিএস ক্যাবলের নামে রেজিষ্ট্রি করে দেন। আর এতেই ওই কারখানা বোনের মালিকানার অতিরিক্ত জমি দখলে মরিয়া হয়ে উঠে। তিনি একাধিকবার শ্রীপুর থানায় অভিযোগ ও গাজীপুর আদালতে একাধিক মামলা করেছেন জমিটি রক্ষার জন্য। সম্প্রতি আদালতের কার্যক্রম সীমিত ও প্রশাসন করোনা নিয়ে ব্যস্ত থাকায় ওই প্রতিষ্ঠান বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে তার জমিটি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে। জমি দখলের ওই কারখানার মালিক আবু নোমান হাওলাদার জানান, তিনি এ জমিটি সকল কাগজপত্র দেখেই ক্রয় করেছেন। তাই তিনি সীমানা প্রাচীর নির্মান করছেন। এছাড়াও আদালতে মামলা থাকলেও কাজ বন্ধের কোন নির্দেশনা নেই।' শ্রীপুর থানার উপ-পরিদর্শক নয়ন ভূইয়া জানান, এ জমির বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালতের আদেশে ইতিমধ্যেই ১৪৫ ধারা জারি করা হয়েছে। তবে দখলের বিষয়ে তিনি কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। -এফএ/এমএ |