সাধারণ ছুটি বাড়লো ১১ এপ্রিল পর্যন্ত |
![]() প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণরোধে সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় ছুটি গড়াচ্ছে ১১ এপ্রিল পর্যন্ত। এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, 'ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন। তার ঘোষণা অনুযায়ী আগামী ৬ থেকে ৯ এপ্রিল ছুটি থাকবে। ছুটি ঘোষণার প্রজ্ঞাপনটি আজ কিংবা কালকের মধ্যে জারি হবে।' মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'আপনারা তো জানেন, মাননীয় প্রধানমন্ত্রী ছুটির বিষয়ে জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন।' -এমএ |