২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৮ বাংলাদেশির মৃত্যু |
![]() এছাড়া মিশিগানের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ফলে দেশটিতে সর্বমোট ২৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। মৃত এই ৮ জন হলেন, কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মো. শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত। এক দিনে করোনা ভাইরাসে এত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া সেখানে আরও অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৪শ ৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭শ ৩৫ জন। প্রাণঘাতী এ ভাইরাসে নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের। -এমএ |