করোনায় নতুন আক্রান্তের সন্ধান পায়নি আইইডিসিআর |
![]() গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোববার বেলা ১২টা ১০ মিনিটে অনলাইন লাইভ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, 'দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে।' আইইডিসিআর পরিচালক বলেন, 'দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮। সেই সঙ্গে কোভিড-১৯ সংক্রমিত মোট ১৫ জন সুস্থ আছেন। আর মৃতের সংখ্যা ৫ জনই আছে।' তিনি বলেন, 'এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। আর ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।' সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। -এমএ |