২৭ মার্চ, ২০২০ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির মতো কোন ঘটনা ঘটতে পারে। পারিবারিক ও ব্যবসায়ীক ক্ষেত্রে নিজস্ব পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যে ভালো আয়-রোজগার করতে পারবেন। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) প্রিয়জনদের নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ যাত্রার পরিকল্পনায় বাধা বিপত্তি। প্রবাসীদের দেশে আগমনের চিন্তা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরুপ আয়-রোজগার করতে পারেন। হঠাৎ করে গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। ![]() মিথুন (২২ মে-২১ জুন) আজ বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। তাদের কুশল জানার চেষ্টা করুন। প্রবাসী বন্ধু ও বড় ভাই-বোনের থেকে উপহার পেতে পারেন। প্রবাসী আত্মীয় স্বজন ও ভাই-বোনের জন্য দোয়া করুন। খুচরা বিক্রেতাদের বাড়তি আয়ের সুযোগ আসবে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) কোন সামাজিক বা সাঙ্গঠনিক কাজে দান করতে পারেন। আত্মীয় মহলে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে পিতার সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা। প্রভাবশালী ব্যক্তির সাহায্য আশা করা যায়। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) ধর্মীয় ও দাতব্য কাজে কিছু সাহায্য করতে পারেন। বিদেশ যাত্রার পরিকল্পনা কোন কারণে বাতিল করতে হবে। আমদানী ও রপ্তানী বাণিজ্যের আলোচনায় সাফল্য আশা করা যায়। প্রবাসীদের কর্মস্থলে কোন প্রকার ঝামেলা দেখা দেবে। শিক্ষক ও গবেষকদের কাজে অগ্রগতি আশা করা যায়। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) গৃহস্থালী কাজকর্মে কোন ঝামেলা দেখা দেবে। আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ঝুঁকিপূর্ণ কাজে না জাড়ানোই ভালো। আর্থিক সংকটের কারণে কিছু টাকা ঋণ করতে হতে পারে। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) জীবন সাথীর জন্য কিছু জরুরী কেনাকাটা করতে হবে। আজ বিয়ের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় লাভের আশা করতে পারেন। বন্ধের দিন হওয়াতে কোন পরিবারে আজ সময় দেওয়ার সৌভাগ্য হবে।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ করতে হবে। অনৈতিক কোন শারীরিক সম্পর্কে না জড়ানোই ভালো। দুর্নাম বদনাম বিষয়ে সাবধান হোন। তরুণদের স্বাধীনতার অপব্যবহার না করাই ভালো। কোন মূল্যবান দ্রব্যাদি হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি। স্ত্রী-সন্তানকে নিয়ে বাইরে কোথাও না গিয়ে গৃহেই সময় কাটালে ভালো। প্রেমিক- প্রেমিকাদের বাইরে দেখা সাক্ষাৎ একটু সাবধানে করার পরামর্শ দেওয়া যাচ্ছে। সৌখিন দ্রব্যাদির ব্যবসায় লাগাতার মন্দা দেখা দেবে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন হতে পারে। ভাড়াটিয়ারা কোন ভালো গৃহ খুঁজে পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতিতে তাদের পাশে দাঁড়ান। যানবাহন ক্রয় করার প্রয়োজন হতে পারে। চাকরি সংক্রান্ত কোন পরীক্ষা বাতিল হওয়াতে চাকরি প্রার্থীরা কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ছোট ভাই-বোনের সাহায্য পাবেন। বকেয়া টাকা-পয়সা আদায়ের সুযোগ আসবে। গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও প্রকাশকদের আয়-রোজগার বাড়তে থাকবে। প্রতিবেশির বাড়িতে কোন অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতার শর্ত মেনে চলুন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ক্রান্তীকাল চলতে পারে।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বকেয়া টাকা আদায়ের চেষ্টা করুন। সঞ্চয়ের প্রচেষ্টায় সামান্যই অগ্রগতি হবে। খাদ্য ও বস্ত্র ব্যবসায় তেমন লাভের আশা নেই। গৃহে আত্মীয়-স্বজনদের আগমন আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে। খাদ্যদ্রব্য ক্রয় করে রাখার চেষ্টা করুন। দুঃশ্চিন্তা মুক্ত থাকতে হবে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ্য থাকুন। |