For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ লাখ

Published : Friday, 27 March, 2020 at 9:22 AM Count : 505

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার। 

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ১০৮ জন। মারা গেছেন ২২ হাজার ৯৯৩ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৮৩ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনা ভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেটি। 

করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপে। বিশেষ করে ইতালি, স্পেন ও ফ্রান্সে।
গতকাল ইতালিতে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৬৮৩ জন। আজ মারা গেছেন তার চেয়েও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭১২ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জন। এছাড়া, নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯৮ জন, নতুন রোগী ৬ হাজার ৬৮২। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৯৭ জন, মৃত্যু ৪ হাজার ১৪৫ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬৫ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় চার হাজার। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।

করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রেও। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৭১ জন, মারা গেছেন ১১৬ জন। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২, মৃত্যু ১ হাজার ১৪৩ জনের।

মৃতের সংখ্যা কম হলেও এখনও আক্রান্তের সংখ্যায় সবার ওপর চীন। দেশটিতে এ পর্যন্ত ৮১ হাজার ১৮৫ জনের শরীরে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮৭ জন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইতালি ও যুক্তরাষ্ট্র রোগীর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

-এমএ

প্রাণঘাতী করোনায় স্পেনে প্রথম বাংলাদেশির মৃত্যু
চিকিৎসকদের জন্য জারি হওয়া আদেশ বাতিল
চীন থেকে এল বিপুল মেডিকেল সরঞ্জাম
করোনা: দেশে আক্রান্ত ৪৪ জন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,