কালীগঞ্জে ১শ পরিবার পেল হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী |
![]() বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সামগ্রীগুলো বিতরণ করে ভাদার্ত্তী সূর্য্য তরুণ স্পোর্টিং ক্লাব। হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রীর মধ্যে ছিল- হ্যান্ড গ্লাভস, মাস্ক, সাবান এবং ঔষধ। এছাড়াও, ক্রীড়া ওই সংগঠনটির সৌজন্যে ভাদার্ত্তী গ্রামের তিনটি পয়েন্টে ব্যানার দিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির আয়োজন করা হয়। করোনা প্রতিরোধে বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট। স্থানীয় মসজিদ ও পথচারীদের হাত ধোয়ার জন্য রাস্তার পাশে রাখা হয়েছে ড্রাম ভর্তি পানি ও সাবান। জানা গেছে, উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের স্থানীয় তরুণ ও ক্রীড়া সংগঠন ভাদার্ত্তী সূর্য্য তরুণ স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যদের আর্থিক সহায় একটি তহবিল গঠন করা হয়। পরে সেই তহবিলের অর্থ দিয়ে স্থানীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, হাত ধোয়ার আয়োজন এবং ১শটি গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ করা হয়। -আরএস/এমএ |