ঝুঁকি নিয়েই লন্ডনে রাধিকা আপ্তে |
![]() সোমবার (২২ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হাজির হয়ে রাধিকা জানিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই ভারত থেকে লন্ডনে পৌঁছে গেছেন। তিনি বলেন, আমার লন্ডন আসার খবর শুনে অনেকে দুশ্চিন্তায় ছিলেন। আমার প্রিয় সেই মানুষদের বলছি, আমি সুস্থভাবে লন্ডনে এসেছি। বিমানবন্দর বেশ ফাঁকা ছিল, খুব একটা অসুবিধা হয়নি। সবার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। রাধিকা জানালেন, তিনি যে বিমানে লন্ডন গেছেন সেটি পরিপূর্ণ ছিল। এই নায়িকা বলেন, দু’দিন আগে আমি যখন লন্ডন থেকে ভারতে এসেছিলাম সে সময় বিমান ফাঁকা ছিল। ইংল্যান্ডে এখনো সীমান্ত বন্ধ করে দেয়ার কোনো রকমের পরিকল্পনা নেয়া হয়নি। রাধিকা লন্ডনে গেছেন স্বামীর সঙ্গে দেখা করতে। তার স্বামী লন্ডনের শিল্পী বেনেডিক্ট টেলার। স্বামীর সঙ্গে দেখা করতে নিয়মিত তাকে ছুটতে হয় লন্ডনে। আবারো কাজের টানে ফিরে আসেন ভারতে। |