বিনোদন পার্ক থেকে ফের ১০ তরুণ-তরুণী আটক |
![]() রোববার চালানো অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানা পুলিশের উপ-পরির্দশক মো. ওহিদুজ্জামান। পার্কটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একাংশের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপনের মালিকানাধীন। আটককৃতদের মধ্যে ৬ তরুণী ও ৪ তরুণ রয়েছেন। এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন থেকে শিশুদের বিনোদনের নামে ওই পার্কে অসামাজিক কর্মকান্ড চলছে। এছাড়াও স্কুল, কলেজের শিক্ষার্থীরা ক্লাশ ফাঁকি দিয়ে ওই পার্কে আড্ডা দেয়। বিষয়টি জানতে পার্কের মালিক স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের মুচলেকা রেখে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১২ মার্চ পুলিশ এই পার্কে অভিযান চালিয়ে ৯ তরুণ-তরুণীকে আটক করে। -এএস/এমএ |