মিরপুরের একটি ভবন লকডাউন, ঘিরে রেখেছে পুলিশ |
![]() মিরপুরের টোলাবাগের সেই বাড়িটি। ছবি সংগৃহীত করোনাভাইরাস আক্রান্তে রাজধানীর মিরপুরে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। ওই ভবনে ও তার আশেপাশে চলাচলও সীমিত করা হয়েছে। ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে। জানা গেছে, আগের রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ইসলাম গনি (৭৫) মারা যাওয়ায় রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগের ওই ভবন ঘিরে রেখেছে পুলিশ। ওই ভবনে ও আশেপাশে চলাচলও সীমিত করা হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর বন্ধ রাখা হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। কোয়ারান্টিনে আছেন আইসিইউ এর চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা। হাসপাতালটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, রোগী গত মঙ্গলবার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তাঁর হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পরও রোগ ধরা পড়েনি। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ১৭ মার্চ পৌনে ৫টার দিকে ইবনে সিনা থেকে তাঁকে ডেল্টা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁর শ্বাস–প্রশ্বাস নিতে অসুবিধা হওয়ায় তাঁকে একজন বক্ষব্যাধি চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করেন। রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন আশঙ্কা করে ওই হাসপাতাল এ বিষয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করলেও তারা নমুনা সংগ্রহ করতে অস্বীকৃতি জানায়। বলা হয়, ওই ব্যক্তি বিদেশ ফেরত নন, তিনি বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেননি। কিটের স্বল্পতা আছে। ওই চিকিৎসক আরও বলেন, রোগী হাসপাতালে ভর্তির পর তাঁর ব্যাপারে সরকারের উচ্চপদস্থ লোকজন খোঁজখবর করেন। তাঁদের তদবিরেই পরে পরীক্ষা করা হয়। গতকাল ডেল্টা হসপিটাল নিশ্চিত হয় রোগী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আইইডিসিআরের নির্দেশনা মেনে মৃত ব্যক্তিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে টোলারবাগের ওই ভবন ঘিরে রাখার প্রসঙ্গে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ বলেন, মিরপুর উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার ভবনটির একটি পরিবারকে হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউকে বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে। সূত্র জানায়, ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএস |