তিন দিনে ৪ জনকে জরিমানামানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৩৫৯ প্রবাসী |
![]() গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই অর্থদণ্ড প্রদান করেন। এদিকে, বুধবার সকাল পর্যন্ত মোট ৩৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লব্ধি গ্রামের শেখ চান্দু মিয়ার ছেলে সৌদি প্রবাসী শেখ বিল্লাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বার বার নিষেধ করা সত্ত্বেও হোম কোয়ারেন্টাইন বিধি না মানায় তাকে জরিমানা করা হয়। এদিকে, মঙ্গলবার দুপুরে একই অপরাধে ঘিওর উপজেলার কুশুন্ডা গ্রামের ইন্তাজ উদ্দিনের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী পান্নু মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সোমবার রাতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রৌহা গ্রামের ফকির আলীর ছেলে ইরাক প্রবাসী মঙ্গল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গত রোববার একই অপরাধে সাটুরিয়া ইউনিয়নের ব্রাক্ষ্মণবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে সৌদি প্রবাসী লাল মিয়াকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় এপর্যন্ত ৪৪০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ায় করোনা ভাইরাসের উপসর্গ না দেখা দেওয়ায় ৮১ জনকে হোমকোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ৩৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। -এএএল/এমএ |