For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

‘মুজিববর্ষে’ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেবে আ’লীগ

Published : Tuesday, 3 March, 2020 at 1:54 PM Count : 805

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কোন চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মুজিববর্ষকে সামনে রেখে দলের কোন নেতা এ কাজে যেন লিপ্ত না হয় সে বিষয়ে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে।

মুজিববর্ষকে কেন্দ্র করে কোথাও যদি এমন কিছু হয় তাহলে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে টেলিফোন করে তথ্য দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী এ উদযাপন। এ উপলক্ষে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারি-বেসরকারি সংস্থাও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেউ কেউ ইতিমধ্যে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ভাবে পালন করতে বিভিন্ন প্রতিষ্ঠানে দাওয়াতপত্রের নামে চাঁদা দাবি করছেন। তাই দলের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে।

এদিকে, সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ওইদিন থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষের কর্মসূচি চলবে। তবে মুজিববর্ষে বাড়তি খরচের কর্মসূচি পরিহার করার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। কোন ভাবেই বড় বাজেটের কর্মসূচি তথা বাড়তি খরচের কর্মসূচি করা যাবে না।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'মুজিববর্ষের নামে যেখানে সেখানে চাঁদাবাজি করে বঙ্গবন্ধুর নামে কেউ দোকান খুলবে, তা সহ্য করবেন না প্রথানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর আয়োজন মুজিববর্ষ সামনে রেখে কোন ধরনের বাড়াবাড়ি মেনে নেবেন না তিনি।' সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের এক যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, 'মুজিববর্ষ একটি শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। মুজিববর্ষ উদযাপনের নামে কোন বাড়াবাড়ি সহ্য করা হবে না। নেত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন, মুজিববর্ষের নামে এখন যে তোড়জোড় দেখছি, চাঁদাবাজির দোকান যেন না হয়। বঙ্গবন্ধুকে তাহলে আরও ছোট করা হবে।'

দলীয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষের নামে কেউ কোথাও চাঁদাবাজি করলে এবার কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। মুজিববর্ষকে কেন্দ্র করে কোথাও যদি এমন কিছু হয় তাহলে নেত্রীর (দলীয় সভাপতি শেখ হাসিনা) রাজনৈতিক কার্যালয়ে টেলিফোন করে তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

একইসুরে কথা বলেছেন রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনের এমপি ও থানা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা। তারা বলছেন, মুজিববর্ষের নামে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, 'আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানের নামে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'

তিনি বলেন, 'বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আমাদের পার্টির কেউ যাতে চাঁদাবাজি না করে সে জন্য পরিষ্কার ভাবে বলে দিয়েছি। দলের চাঁদা নিয়ে আমরা প্রোগ্রাম করবো, এর বাইরে কেউ যেন চাঁদা না তুলে।'

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজি জাফরউল্লাহ বলেন, 'আওয়ামী লীগ দলের অভ্যন্তরে শৃঙ্খলা যেমন অক্ষুণ্ন রাখতে চায়, তেমনি সরকারের অর্জন ম্লান হয়, এমন কোন কর্মকান্ডের সঙ্গে দলের যত বড় নেতাই সম্পৃক্ত থাকুক, শাস্তি তাকে পেতে হবে এমন নীতি অনুসরণ করেছে। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ এখন কঠোর অবস্থান নিয়েছে।'

এদিকে, মুজিববর্ষ ঘিরে এরই মধ্যে ২৯৬টি পরিকল্পনা সংবলিত একটি মহাপরিকল্পনা নেয়া হয়েছে। শুধু তাই নয়, জাঁকজমকপূর্ণ ভাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে দুটি কমিটি গঠন করেছে সরকার। এর মধ্যে একটি হচ্ছে ১০২ সদস্য বিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’। এ কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি ও কবি কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গঠন করা হয়েছে ৬১ সদস্য বিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’।

তবে জন্মশত বার্ষিকীর মূল আয়োজন শুরু হবে ১৭ মার্চ সূর্যোদয়ের ক্ষণ থেকেই। ওইদিন সকালে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তোপধ্বনির মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। ঢাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একইসঙ্গে অনুষ্ঠান শুরু হবে। ওইদিন সকালে টুঙ্গিপাড়ায় থাকবে জাতীয় শিশু দিবস নিয়ে নানা আয়োজন। 

এরপর বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে মূল আয়োজন। যাতে প্রকাশ করা হবে জন্মশত বার্ষিকীর বিভিন্ন স্যুভেনির, স্মারক বক্তৃতা, দেশি-বিদেশী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হবে আনন্দ শোভাযাত্রা। রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক দ্বীপকে সাজানো হবে রঙিন সাজে।

মুজিববর্ষে ৭শ’ থানায় চারটি করে হেল্প ডেস্ক
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭শ’ থানায় ৪টি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। গত রোববার সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'গত বছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে।

আইজিপি বলেন, 'পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেয়া হবে।'

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft