For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

সাবেক সাংসদ আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

Published : Tuesday, 3 March, 2020 at 11:15 AM Count : 426

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা আলহাজ্ব কাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনায় নবীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে মঙ্গলবার দুপুরে দোয়া মাহফিল ও তার নিজ গ্রামে যশাতুয়া আনোয়ারুল মদিনা মাদরাসায় কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সকল শ্রেণীর মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ও কাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন তাপস।

নাজমুল হোসেন তাপস বলেন, বাবার শুন্যতা শুধু আমাদের পরিবারে নয় নবীনগরের রাজনৈতিক মাঠেও একটা বড় শুন্যতার সৃষ্টি হয়েছে। যদিও বাবার শুন্যতা পূরণ হবার নয় তবুও কিছুটা শুন্যতা পূরণের জন্য নেতাকর্মীরা বার বার আমাকে রাজনীতির মাঠে চাচ্ছে।
কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জশাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানে এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক ছিলেন। ১৯৭৪ সালে নিউ মডেল ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন ১৯৭৬ সালে মাচের্ন্ট নেভী, হেলেনিক, পার্ক এভিনিউ, নিউইয়র্ক-তৃতীয় কর্মকর্তা (ডেক) হিসেবে যোগদান করে যুক্তরাষ্ট গমন করেন। ১৯৭৯ সালে দেশে ফিরে এসে ব্যবসা শুরু করেন।

১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পর্যায়ক্রমে ১৯৮৮ ও ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন।

২০০১ সালে চার দলীয় ঐক্যজোটের বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত হয়ে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৬ সালে বিএনপির কাউন্সিলের পর তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিযুক্ত হন।

কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ০৩ মার্চ ২০১৭ ঢাকার এ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৪ বছর।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft