For English Version
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
হোম

কালজয়ী নাটক 'নকশি কাঁথার মাঠ' মঞ্চস্থ

Published : Sunday, 23 February, 2020 at 12:02 PM Count : 381

মঞ্চায়িত হলো থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের কালজয়ী নাটক 'নকশি কাঁথার মাঠ'। শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় নাট্যোৎসবে মুন্সীগঞ্জের একমাত্র দল হিসেবে অশংগ্রহণ করে তারা।

পল্লী কবি জসীম উদ্দিনের অমর কাব্য গাঁথা এই নাটকটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। প্রযোজনাটির অধিকর্তা ছিলেন থিয়েটার সার্কেলের সভাপতি সাব্বির হোসাইন জাকির। 

অনবদ্য অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন, শিশির রহমান, আশিক চৌধুরী, জয়া দাস শিখা, শিপ্রা দাস, জিতু চন্দ্র রায়, সুদীপ দাস দ্বীপ, সুমি দাস, আশরাফ আলী, সূচীত্রা দাস, ঈমন, রিত্তিক, সিমান্ত, নদী , রিদয়, কামরুল, অর্ক, শ্রুতি, সৃজন, সূচনা, শাহরিয়ার, রাজ, একরামুল, কামরুল, শরিফ মাহমুদ, সালাউদ্দিন বাবুল, ম্যাথিন দাস।
নাটকটির প্রদর্শনীতে দর্শকদের বিপুল সমাগম ঘটে। কলকাতার নাট্যশিল্পীরাসহ বিভিন্ন দলের নাট্যকর্মীরা নাটকটি উপভোগ করেন।

নাটক শেষে নির্দেশক শিশির রহমান ও সভাপতি সাব্বির হোসাইন জাকিরের হাতে উৎসব স্মারক তুলে দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অর্থ বিষয়ক সম্পাদক রফিকউল্লাহ সেলিম।

নাটকটি প্রসঙ্গে থিয়েটার সার্কেলের সাধারণ সম্পাদক জিতু চন্দ্র রায় জানান, আমরা মুন্সীগঞ্জের একমাত্র দল হিসেবে জাতীয় নাট্যোৎসবে জেলার প্রতিনিধিত্ব করছি। এটি আমাদের জন্য গৌরবের। আমরা আনন্দিত কারণ নাটকটির মঞ্চায়ন সকলের কাছে উপভোগ্য হয়েছে। আগামী দিনেও থিয়েটার সার্কেল প্রযোজনার এই মান অব্যাহত রাখবে।

-এমএইচএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft