সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না বুয়েট |
বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষায় সাধুবাদ জানালেও এতে যোগ দিচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বুয়েট। তিনি আরও জানান, 'আমরা সমন্বিত ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু বলতে চাই না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় আগের যে প্রক্রিয়া অবলম্বন করা হতো সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।' বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান জানান, আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আগামীকাল ২১শে ফেব্রুয়ারির কারণে শনিবারের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য সম্ভব নয়। -এমএ |