For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

আন্দোলনের ষষ্ঠ দিনে বশেমুরবিপ্রবিতে গণস্বাক্ষর-বিক্ষোভ মিছিল

Published : Tuesday, 11 February, 2020 at 4:22 PM Count : 366

ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের ষষ্ঠ দিনে গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন ইতিহাস বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

এর আগে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাশ ও ল্যাব পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছে। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিহাস বিভাগের অনুমোদন দেয়াসহ যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণায় অনঢ় রয়েছে আন্দোলনকারীরা।  

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তিনি বুঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেননা তিনি যেহেতু চলতি দায়িত্বে রয়েছেন তাই তার পক্ষে কিছু করার নেই। নতুন কোন ভিসি যোগদান করলে তিনিই কেবলমাত্র বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে পারবেন। সে পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে একাধিকবার শিক্ষক পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেও কোন লাভ হয়নি।

গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। সেই সঙ্গে কেবল মাত্র ৩ শিক্ষাবর্ষে বতর্মানে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনুমোদন দিলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া হয়নি। 

-এমএইচএম/এমএ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
তৃতীয় দিনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft