‘ভন্ড পীরের’ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ |
শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মাঈনুল হক সিকদার। সভাটি শুরু আগেই মহা সমাবেশে রুপ নেয়। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিকন গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ এবাদুল করিম (বুলবুল)। মাওলানা মুহাম্মদ উল্লাহ নবীনগরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রধান করেন মুফতি আব্দুল গাফফার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল সাহেব আবুল বাশার আল কাদরী ও তার অনুসারীদের নবীনগর উপজেলায় সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হয়। তা ছাড়াও বক্তব্য রাখেন, নবীনগরে কৃতি সন্তান শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি রণজিত রায়। প্রতিবাদ সমাবেশে নবীনগরের সকল ওলামায়ে কেরামগণ আবুল বাশার আল কাদির ফাঁসির দাবিতে বক্তব্য পেশ করেন মাও. বেলায়তুল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম মাওলানা. মেহেদী হাসন মাওলানা আনোয়ার হুসাইন মুফতি আতাউররহমান মাওলানা মাকবুল হুসাইন মাওলানা মাহফুজ প্রমুখ। মোনাজাত করেন সলিমগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা। এইচএস |