খোঁজ মেলেনি খালে পড়ে নিখোঁজ হওয়া আশামণির |
![]() সোমবার সকাল থেকে শিশুটির খোঁজে আবারও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্বজনরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে কদমতলী এলাকায় খেলা করছিল ৫ বছরের শিশু আশামণি। এ সময় তার বলটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে ডুবে যায় আশামণি। শিশুটির মামা মো. মোশাররফ বলেন, শিশুটির খোঁজ না পেয়ে মা, বাবা পাগলপ্রায়। গত দুদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে খুঁজছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গত শনিবার বিকেল ৪টায় খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টায় রয়েছে। রোববার সারা দিন খোঁজ করেও শিশুটিকে পাননি তারা। সোমবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কার্যক্রম। এদিকে, রোববার রাজধানীর বাসাবোর মান্ডা খালে নিখোঁজ শিশু আসাদুলের (৪) মরদেহ সোমবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। -এমএ |