For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারলো না বাংলাদেশ

Published : Saturday, 25 January, 2020 at 6:08 PM Count : 521

(১৪.৪ ওভার)পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। ২০ বল বাকি (১৬.৪ ওভার) থাকতেই ৯ উইকেটে জয় তুলে নিলো পাকিস্তান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং করে প্রথম ম্যাচের রানও তুলতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৬ রান।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে শফিউল ইসলামের বলে ডাক মেরে ওপেনার আহসান আলী ফিরলেও জয়ের পথে আর কোন বাধা পায়নি পাকিস্তান। বাবর ও মোহাম্মদ হাফিজের ফিফটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৪৪ বলে ৭ চার ও ১ ছ্ক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন বাবর। ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন হাফিজ।

ব্যাটিং ব্যর্থতার এমন আজ শেষ দিকে দলের চাহিদা পূরণ করতে পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদও। তার ব্যাটে ঝড়ের প্রত্যাশা করেছিল দল। কিন্তু ডানহাতি ব্যাটসম্যান ফেরেন ১২ বলে ১২ রান করে। পেসার হাসির রউফের লেন্থ বল উড়াতে গিয়ে বোল্ড হন ডানহাতি ব্যাটসম্যান। তার আউটের সময় বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৬।
প্রথম টি-টোয়েন্টিতে রান আউট হয়েছিলেন তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তামিম রান আউটে ফিরলেন সাজঘরে। ইমাদ ওয়াসিমকে হাতে বল দিয়ে দৌঁড় দিয়েছিলেন তামিম। সরাসরি থ্রোতে ভাঙে উইকেট। তামিম তখনও উইকেটের বাইরে। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৬৫ রান করেন তামিম। ৭ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংসটি। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিতে আসে ১৮ বলে ৩১ রান। তার আউটের সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৭। 

শাদাব খানের করা ১৬তম ওভারে ১৪ রান পায় বাংলাদেশ। এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা ওভার। লেগ স্পিনারের ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান তামিম। এর আগে তিনটি ওভারে ১২ করে রান তুলেছিল দল। 

দলের ১৫.৪ ওভারে দলীয় শতরানের দেখা পেল বাংলাদেশ।  এর আগে ৯.৪ ওভারে ফিফটি ছুঁয়েছিল দল।

৪৪ বলে লেগ স্পিনার শাদাব খানের বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে বাঁহাতি ওপেনার তামিম ফিফটি তুলে নেন। টি-টোয়েন্টিতে এটি তার সপ্তম ফিফটি। ফিফটিতে পৌঁছতে তামিম মেরেছেন ৪ চার ও ১ ছক্কা। 

তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ৪২ বলে ৪৫ রানের জুটি গড়েছিলেন আফিফ হোসেন। শুরুর ধাক্কা সামলে দু'জন চেষ্টা করেছিলেন রানের চাকা সচল রাখতে। থিতু হওয়ার পর রানের গড়ি বাড়াতে গিয়ে আফিফ ফিরলেন সাজঘরে। হাসনাইনের বলে থার্ড ম্যানে ক্যাচ দেন ২০ বলে ২১ রান করা আফিফ। তার আউটের সময় বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৬।

ম্যাচে একটি পরিবর্তন আনে বাংলাদেশ দল। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান।

-এমএ


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft