For English Version
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
হোম

ঢাকায় আসছেন ম্যারাডোনা

Published : Tuesday, 31 December, 2019 at 5:46 PM Count : 289

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরকে মুজিববর্ষ ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। এই বর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) প্রায় প্রতিটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনও বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। তাই অন্য আয়োজনের পাশাপাশি ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে আনতে যাচ্ছে তারা।

ম্যারাডোনার আসার খবরটি আগেই জানিয়েছিল বাফুফে। তবে প্রয়োজন ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বাফুফের দেওয়া ঘোষণা অনুসারে আগামী বছরের কোনও একসময় এই ফুটবল গ্রেট ঢাকায় আসবেন। তেমনটি হলে প্রথমবারের মতো ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
তার আসার খবরটি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা।’

ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি, ‘ডিয়েগো ম্যারাডোনা আসছেন, এটা নিশ্চিত। তবে কবে, কখন ম্যারাডোনা ঢাকায় আসছেন, সেটা নিশ্চিত হয়নি। ১৭ মার্চ থেকে যেহেতু শুরু হবে মুজিববর্ষ। বছরব্যাপী, তথা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে এই বর্ষের কার্যক্রম, এ সময়ের মধ্যেই যে কোনো সময় ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। তবে বাফুফে জানিয়েছে, ম্যারাডোনার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমনের সময় এবং সূচি ঠিক করা হবে।

শুধু এটুকু জানা গেছে, ‘এক থেকে দুই রাতের বেশি তিনি ঢাকায় থাকবেন না।’

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft