নওগাঁয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত |
![]() নওগাঁয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমীতে এই প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা 'মৌসুমী'। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)'র অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লী গীতি, দেশের গান, লোকজ নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গান ও নাচ তুলে ধরা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা বিভিন্ন বয়সের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। আরও উপস্থিত ছিলেন, মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি কর্মকর্তা আব্দুর রউফ পাভেল, বিশিষ্ট ধারাভাষ্যকার ইমদাদুল ইসলাম রনি প্রমূখ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। লোকজ সংস্কৃতি বাঙ্গালী জাতির ঐতিহ্য। বাঙ্গালীর রূপ-লাবণ্য লুকিয়ে রয়েছে এসব লোকজ সংস্কৃতির মাঝে। কিন্তু বর্তমানে অপসাংস্কৃতিক চর্চার মাধ্যমে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির ধারাগুলো। বর্তমান প্রজন্ম সেই সব হারিয়ে যাওয়া সুস্থ্য ধারার সংস্কৃতি থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। সেই সব হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরার জন্য কাজ করে আসছে বিভিন্ন সংগঠন। -এমএ |