নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্যকে অবজ্ঞা করে নাটক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন |
![]() রোববার (২৯ ডিসেম্বর) সকালে বৃহত্তর নোয়াখালীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন “নিরাপদ নোয়াখালী চাই” এর উদ্যোগে বিতর্কিত নাটকের পরিচালক স্ম্যাক আজাদসহ তার দোষরদের বিরুদ্ধে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের আইসিটি এক্টে মামলা দায়ের, অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল নোয়াখালীবাসীর অংশগ্রহণে শহরের টাউন হল মোড় সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং দ্রুত বিচারের দাবীতে নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সাংবাদিক বখতিয়ার সিকদার, “নিরাপদ নোয়াখালী চাই” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিভাগ আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. সাইফুর রহমান রাসেলসহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, স্ম্যাক আজাদ তার নির্মিত নাটকে আমাদের প্রানের নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে অত্যন্ত বিকৃত করে সমগ্র বাঙালি জাতির নিকট উপস্থাপন করেছে। যা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত। যে নাটকে প্রকৃতভাবে আমাদের নোয়াখালী কোনো দৃশ্যপট ফুটে উঠেনি, দেখানো হয়নি নোয়াখালীর বীর সন্তানদেরকেও, ফুটিয়ে তোলা হয়নি নোয়াখালীর শত বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য কিংবা সংস্কৃতিকে। শুধু তাই নয়, নাটকে রাজপথে নোয়াখালীর তরুণদের বিভাগ আন্দোলনকে শুধুই ফাতরামি বলে উল্লেখ করা হয়েছে। যা নোয়াখালীর তরুণ প্রজম্ম সহ সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়কে দারুন ভাবে ক্ষতবিক্ষত ও আহত করেছে। আমরা সমগ্র নোয়াখালীবাসী নোয়াখালীর সকল সামাজিক সংগঠন ও “নিরাপদ নোয়াখালী চাই” সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাই। এইচআরএম/এইচএস |